logo
আপডেট : 18 July, 2018 19:57
যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরান থেকে তেল কিনছে চীন
মেইল রিপোর্ট

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরান থেকে তেল কিনছে চীন

চীনের একটি তেলবাহী জাহাজ

চীনের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানি শানমং ডংমিং পেট্রোকেমিক্যাল কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে। 

কোম্পানিটি যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইরান থেকে তেল কেনার পরিকল্পনা নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যখন বাণিজ্য যুদ্ধ চলছে এবং ইরান থেকে যখন চীনকে তেল কেনা হতে বিরত রাখার চেষ্টা করছে মার্কিন সরকার তখন এ খবর বের হলো।

সোমবার শানমং পেট্রোকেমিক্যাল কোম্পানি তাদের ওয়েবসাইটে এ খবর দিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানায় নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মারাত্মক রকমের বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে এবং চীনের বহুসংখ্যক পণ্যের ওপর ব্যাপকমাত্রায় শূল্ক আরোপ করেছে।

জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করেছে এবং এর মধ্যে মার্কিন তেল রয়েছে। ফলে চীনা কোম্পানিটি ইরান থেকে তেল কিনে তাদের সরবরাহ ঠিক রাখতে চায়।