logo
আপডেট : 21 July, 2018 12:00
সব চীনা পণ্যে শুল্ক আরোপ চান ট্রাম্প
মেইল রিপোর্ট

সব চীনা পণ্যে শুল্ক আরোপ চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আমদানি করা সমস্ত চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করতে ইচ্ছুক। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমি পাঁচশতে যেতে প্রস্তুত।’

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে ৫০৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল চীন। ৫০০ বলতে ট্রাম্প সেদিকেই অর্থাৎ সমস্ত চীনা পণ্যের দিকে ইঙ্গিত করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি এটা রাজনীতির জন্য করছি না। আমাদের দেশের জন্য যথার্থ জিনিসটি করার জন্যই আমি এটা করছি।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চীনের কাছে প্রতারিত হচ্ছি।’

চলতি মাসের প্রথম দিকে চীনের ৩৪ বিলিয়ন ডলারের যান্ত্রিক ও প্রযুক্তি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় চীন তখন হুঁশিয়ারি দিয়ে বলেছিল তারাও পাল্টা ব্যবস্থা হিসেবে আমদানি করা মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে। ট্রাম্পের ওই সিদ্ধান্তকে তারা ‘অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যেন বাণিজ্য ভারসাম্য হয় সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের ভীত করতে চাই না। আমি তাদের ভালো করতে চাই। প্রেসিডেন্ট শিকে আমি অনেক পছন্দ করি। কিন্তু এটা (চীনের শুল্ক সুবিধা) ছিল পুরোপুরি অন্যায্য।’