logo
আপডেট : 24 July, 2018 00:28
ইরানে গণহারে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু
মেইল রিপোর্ট

ইরানে গণহারে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু

ক্ষেপণাস্ত্র উৎপাদনের দৃশ্য

আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মধ্যপাল্লার 'ফাকুর' ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। সোমবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির উপস্থিতিতে এ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়।

এসময় হাতামি বলেন, প্রথমবারের মতো ইরানে এ ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হয়েছে।উন্নত কারিগরি প্রযুক্তি ব্যবহার করে এ ক্ষেপণাস্ত্রের নকসা তৈরি করা হয়েছে। অ্যাটাক জঙ্গিবিমান দিয়ে এসব ক্ষেপণাস্ত্র শত্রুর অবস্থানে হামলা চালানো যাবে।

এছাড়া, ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদনকে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে প্রধান পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

হাতামি বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা সত্ত্বে ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে আমরা এমন এক পরিবেশে বসবাস করছি যেখানে নির্লজ্জ্ব শত্রুর মাধ্যমে ঘেরাও হয়ে আছি। আমরা যুক্তরাষ্ট্রের শাসক ও তাদের মিত্রদের মোকাবেলা করছি যারা শক্তির ভাষা ছাড়া অন্য কিছু বোঝে না।