ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'ডেভিড স্লিং' সিরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। অধিকৃত গোলান মালভূমিতে মোতায়েন এই ব্যবস্থাকে সোমবার প্রথমবারের মতো ব্যবহার করা হলেও তা কোনো কাজে আসেনি।
ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১০ এ খবর দিয়েছে।
টিভি চ্যানেলর খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে ইসরাইলে 'তুশকা' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি কাজ শুরু করে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু এর একটিও সিরিয়ার ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে পারেনি।
এই প্রথম ইসরাইল 'ডেভিড স্লিং' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে বলে ইসরাইলি টিভির খবরে বলা হয়েছে।
এর আগে ইসরাইলের 'আয়রন ডোম' ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বারবারই ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরাইলের দৈনিক হারেৎজ জানিয়েছে, ২০১৪ সালে গাজায় ৫০ দিনের যুদ্ধে অধিকৃত ইসরাইল লক্ষ্য করে ফিলিস্তিনিরা তিন হাজার ২৫৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে মাত্র ৫৫৮টি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম'।