সাইফুল ইসলাম মুন্সী, ইতালি থেকে: ইতালিতে স্থানীয় একটি স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়া এক বাংলাদেশি অটিস্টিক কিশোরী পাহাড়ে হারিয়ে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধার করতে উদ্ধার অভিযান আরো ২ দিন বাড়ানো হয়েছে বলে জানান উদ্ধারকারী দল।
মেয়েটিকে খুঁজতে ইতালির পুলিশ, ক্যারাবিয়ান পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পাহাড়ের গুহায় কাজ করা টেকনিশিয়ানসহ প্রায় তিন শতাধিক উদ্ধারকর্মী পাহাড়ের আঁকাবাঁকা পথ, জঙ্গল এবং গুহায় খুঁজে বেড়াচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম।
মেয়েটির বাবা গাজী লিটন জানান, ১৯ জুলাই বৃহস্পতিবার স্কুল থেকে জান্নাতুলকে ইউসরাকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়েছিল ব্রেসিয়ার পাহাড়ি এলাকা ‘ডি কারিয়া দেগে’ নামক স্থানে। সেখানে পাহাড়ে বাকি শিক্ষার্থীদের সাথে ঘুরতে ঘুরতেই সকাল ১১ টার দিকে শিক্ষিকার হাত ছেড়ে দৌড়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে হারিয়ে যায় ইউসরা। তারপর থেকেই তার খুঁজতে নামে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সোমবার পর্যন্ত তাঁকে খুঁজে পায়নি উদ্ধারকারী দল।
হারিয়ে যাওয়া বাংলাদেশি ওই কিশোরীর নাম গাজী জান্নাতুল ইউসরা (১১)। ‘বৃহত্তর ঢাকা সমিতি’র সভাপতি গাজী লিটনের বড় মেয়ে ইউসরা। তারা পরিবার সহ ইতালির ব্রেসিয়ায় বসবাস করেন। ইউসরার ছোট এক বোন এবং আরও দুই ভাই রয়েছে। ইউসরার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।