ইতালি প্রতিনিধি : ইতালিতে স্থানীয়দের মতো প্রবাসীরাও অধির আগ্রহে অপেক্ষা করতে থাকে গ্রীষ্মের জন্য। দীর্ঘ শীতের জীর্ণতা ও নিরবতা কাটিয়ে প্রকৃতি যেমন এসময় নিজেকে মেলে ধরে ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠেন বিভিন্ন আনন্দ আয়োজনে। তারই ধারাবাহিকতায় ইতালীতে বসবাসরত মুন্সিগঞ্জ (বিক্রমপুর) বাসী মেতে উঠেছিলেন আনন্দ ভ্রমণে।
মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালির উদ্যোগে ২২ জুলাই রবিবার সমুদ্র সৈকত দবিল ত্রবিল সুখ মেখ স্থানে অনুষ্ঠিত হয় এই বনভোজন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এতে প্রবাসীরা আনন্দে দিনটি অতিবাহিত করেন।
যাত্রার শুরুতে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলওয়ার হোসেন। দীর্ঘ সময়ের এই যাত্রায় বাসে মাইক্রফোনের সাহায্যের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনী। গান, কৌতুক, রম্য ধাঁধা পরিবেশন করে অতিথিদের মাতিয়ে রাখেন সমিতির নেতৃবৃন্দরা।
সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে অংশ গ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মধ্যে সেতু বন্ধনের উদ্দেশ্যে এই সুন্দর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির অন্যতম উপদেষ্টা হাবীব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও সমিতির উপদেষ্ঠা আইয়ুব খান প্রিন্স সহ আরও অনেকে।
প্রধান অতিথি হাবিব চৌধুরী প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি কালচারের সাথে পরিচয় করানোর গুরুত্বারোপ করেন এবং দেশ ও প্রবাসে মুন্সিগন্জ-বিক্রমপুরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এছাড়া সমিতির বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা যুগ্ন-আহবায়ক জোবায়ের আহমেদ রিপন,সহ-সভাপতি কামরুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আয়োজিত এই আনন্দ ভ্রমণে নারী ও শিশুদের সাথে অংশ নেয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। দিনভর সমুদ্রের পানিতে সাতার কাটা,হ্যান্ডবল খেলা,ফুটবল খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।
পরিশেষে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন রনী আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারী সকলকে এবং সেইসাথে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।