logo
আপডেট : 30 July, 2018 01:10
সিরিয়ায় সরকারের সঙ্গে বিদ্রোহীদের আলোচনা
মেইল রিপোর্ট

সিরিয়ায় সরকারের সঙ্গে বিদ্রোহীদের আলোচনা

যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সিরিয়ার কুর্দি ও বিদ্রোহীরা এখন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চায়।

এ ব্যাপারে শনিবার দামেস্কে সরকারের সঙ্গে আলোচনা করতে যায় বিদ্রোহীদের একটি প্রতিনিধিদল। 

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের রাজনৈতিক শাখার সিরিয়ান ডেমোক্রেটিক কাউন্সিলের একটি প্রতিনিধি দল সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো আলোচনায় বসে।

আসাদ সরকারের সঙ্গে কীভাবে তারা শান্তিপূর্ণ সহাবস্থান করবে তার একটি রোডম্যাপ নিয়েও বিদ্রোহীরা সরকারের সঙ্গে আলোচনা করে।

এতে কুর্দি অধ্যুষ্যিত এলাকাটি তাদের জন্য স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে দাবি করে বিদ্রোহীরা। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকার নতুন করে অভিযান চালানোর পরিকল্পনা করলে বিদ্রোহীরা সরকারের সঙ্গে এ আলোচনা শুরু করে।