যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে ২ বন্দুকধারীর এলোপাথারি গুলিতে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিউ অরলিন্সে’র বিখ্যাত ‘ফ্রেঞ্চ কোয়ার্টার’ থেকে প্রায় ৩ মাইল দূরে এ বন্দুক হামলার ঘটনাটি ঘটে।
রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ২ জন বন্দুকধারী আকস্মিক সাধারন লোকজনের ওপর নির্বিচারে গুলি বর্ষন করলে ১০ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। বাকি ৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর নিউ অরলিন্স শহরের মেয়র লা টয়া টুইটারে এক পোস্টের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানান।
তিনি লিখেন, ‘নিউ ওরলিন্সে এ ধরনের সহিংসতার কোনও স্থান নেই। এ ঘটনায় আমরা সবাই বিরক্ত ও ক্ষুব্ধ।’ পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িতদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তারা তদন্ত অব্যাহত রেখেছে।