ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে। এমনটি জানিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন।
প্রশাসন জানায়, নিহত ৬ জনের মধ্যে ৭০ বছরের এক বৃদ্ধা ও তার দুই নাতনি আছেন। এছাড়া নিহতের মধ্যে ২ জন উদ্ধারকর্মীও আছেন।
পুলিশ ইতিমধ্যে বৃদ্ধা নারী ও তার দুই নাতনীর লাশ একটি পুড়ে যাওয়া বাড়ি থেকে উদ্ধার করেছেন।
একটি সূত্র জানায়, ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা তার দুই নাতনীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি।
ক্যালিফোর্নিয়ার দাবানল থামাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা।
উল্লেখ্য, এ মাসের ২৩ জুলাই থেকে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়। প্রতিনিয়ত হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের দায়ভার নিবেন ট্রাম্প প্রশাসন।