logo
আপডেট : 1 August, 2018 01:38
তুরস্কের নয় বছর আগে আটক সব জাহাজ ফেরত দিয়েছে আলজেরিয়া
মেইল রিপোর্ট

তুরস্কের নয় বছর আগে আটক সব জাহাজ ফেরত দিয়েছে আলজেরিয়া

আলজেরিয়ায় আটক থাকা তুরস্কের জাহাজ

অবৈধভাবে মাছ ধরায় আলজেরিয়ার বন্দরে আটক থাকা তিনটি জাহাজ সোমবার তুরস্ককে ফেরত দিয়েছে দেশটি। জাহাজগুলো প্রায় ৯ বছর আগে আটক করেছিল আলজেরিয়া। 

এদিকে বিনা দোষে জাহাজ আটকে রেখে আর্থিক ক্ষতি করার অভিযোগে আলজেরিরার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে জাহাজের মালিক প্রতিষ্ঠান 'অ্যাকোয়া গ্রুপ'। অ্যাকোয়া গ্রুপ তুরস্কের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যবসায়ী গ্রুপ। 

আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এপিএসকে উদ্ধৃত করে মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, জাহাজ তিনটি আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর শহর আন্নাবাতে ৯ বছর ধরে আটকে রাখা হয়েছিল। এ নিয়ে মামলা চলছিল। তবে শেষ পর্যন্ত মামলার রায় তুর্কি কোম্পানির পক্ষে যাওয়ায় সোমবার তা ফেরত দেয়া হয়।

অ্যাকোয়া গ্রুপের চেয়ারম্যান ওসমান কোচামান বলেন, আমাদের ৩ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হয়েছে। তিনটি জাহাজের মধ্যে দুটিই ভাড়া করা ছিল। ৯ বছর ধরে কোম্পানিকে ভাড়া পরিশোধ করতে হয়েছে। কিন্তু জাহাজগুলো ব্যবহার করা যায়নি।