logo
আপডেট : 2 August, 2018 01:05
মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ১২
মেইল রিপোর্ট

মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ১২

আফ্রিকার দেশ মালিতে নির্বাচনী দ্রব্যসামগ্রী বহনকারী একটি গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিহত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য ও অপর আটজন হামলাকারী।

ওই মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এলাকা নামপালা ও কউরার মধ্যবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই গাড়িবহরে ব্যালট পেপার ছিল কিনা তা অবশ্য ওই মুখপাত্র জানাননি।

বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে তিনি বলেছেন, ‘গাড়ি বহরে কিছু সংখ্যক তরুণ ও নির্বাচনী উপকরণ ছিল। মোট ১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন সেনা ও আটজন সন্ত্রাসী।’

সম্প্রতি সন্ত্রাসী হামলার মুখে মালির প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। গত রোববার সশস্ত্র হামলাকারীরা ৬৪৪টি ভোটকেন্দ্র বন্ধ করে দিয়েছে, যেখানে মোট ভোটারের ২ শতাংশ লোকের বাস।