আফ্রিকার দেশ মালিতে নির্বাচনী দ্রব্যসামগ্রী বহনকারী একটি গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিহত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য ও অপর আটজন হামলাকারী।
ওই মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এলাকা নামপালা ও কউরার মধ্যবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই গাড়িবহরে ব্যালট পেপার ছিল কিনা তা অবশ্য ওই মুখপাত্র জানাননি।
বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে তিনি বলেছেন, ‘গাড়ি বহরে কিছু সংখ্যক তরুণ ও নির্বাচনী উপকরণ ছিল। মোট ১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন সেনা ও আটজন সন্ত্রাসী।’
সম্প্রতি সন্ত্রাসী হামলার মুখে মালির প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। গত রোববার সশস্ত্র হামলাকারীরা ৬৪৪টি ভোটকেন্দ্র বন্ধ করে দিয়েছে, যেখানে মোট ভোটারের ২ শতাংশ লোকের বাস।