logo
আপডেট : 7 August, 2018 02:28
ইতালির বোলোগ্না বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত ১
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি থেকে

ইতালির বোলোগ্না বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত ১

ইতালির বোলোগ্না বিমানবন্দরের কাছে একটি সেতুর উপর দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন। যাদের মধ্যে ১৪ জন্যের অবস্থা বেশ আশঙ্কাজনক।

সোমবার এই দুর্ঘটনা ঘটে।

এই বিস্ফোরণের পর পর আকাশে বিশালাকৃতির আগুনের কু-লী দেখা যায়। আর অনেকে তা ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে ছেড়ে দেয়।
বিস্ফোরণে সেতুর কিছু অংশ ধসে সেটির নিচে একটি গাড়ি পার্কিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে সেগুলো বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর পুলিশ সড়কটি বন্ধ করে দেয়। আশেপাশের এলাকাও ঘিরে রাখা হয়েছে।