logo
আপডেট : 7 August, 2018 02:35
ইরান সীমান্তে সেনাবাহিনী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট

ইরান সীমান্তে সেনাবাহিনী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্য

ইরান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের ফারাহ প্রদেশে মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে।

আফগানিস্তানের ওই এলাকাটি ইরান সীমান্তের একেবারে কাছাকাছি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম আইআরআই।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ রাদমানিশ রোববার বলেন, আফগান সেনাদের নতুন ধরনের অস্ত্র চালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। এসব সেনা কোনো অভিযানে অংশ নেবে না বলে তিনি দাবি করেন।

তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি এবং যুক্তরাষ্ট্র কত সেনা সেখানে মেতায়েন করেছে তাও পরিষ্কার নয়।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেয়া হবে বলে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার প্রায় দুই বছর হতে চললেও সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি।

বরং নতুন করে আফগানিস্তানে আররও সেনা মোতায়েন করেছেন তিনি। ২০১৭ সালে আফগানিস্তানে মার্কিন সেনা ছিল ৮ হাজার ৫০০, যা বর্তমানে ১৪ হাজার।