logo
আপডেট : 7 August, 2018 12:29
সৌদি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
মেইল রিপোর্ট

সৌদি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তায় দেশটির সেনাবাহিনী সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামিরক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় ইয়েমেনি সেনারা। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জিজান প্রদেশের আল-খোবে এলাকার সামরিক ঘাঁটিতে সোমবার ওই হামলা চালানো হয়েছে।

সৌদি সেনাদের সমাবেশ লক্ষ্য করে ইয়েমেনি সেনারা ওই হামলা চালায়। তবে এতে হতাহত বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা হয় নি। হামলায় ইয়েমেনি বাহিনী ১৫০ কিলোমিটার পাল্লার জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

সৌদি আরবের একই প্রদেশের জাবাল আদ-দাউদ এলাকায় এর আগে ইয়েমেনি স্নাইপাররা এক সৌদি সেনাকে হত্যা করেছে। 

এছাড়া, জাজান প্রদেশের আল-মাশআল সামরিক ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে আরো তিন সেনা নিহত হয়েছে। পাশাপাশি আনসারুল্লাহ যোদ্ধাদের রকেট হামলায় সৌদি আরবের আস-সুদাইস ঘাঁটির একটি সামরিক যান ধ্বংস হয়েছে।