আপডেট : 9 August, 2018 02:52
ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের বৃহত্তম দাবানল
মেইল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিশাল এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। পৃথকভাবে সৃষ্ট দুটি দাবানল এখন একসঙ্গে মিলিত হয়েছে।
‘মেনডোসিনো কমপ্লেক্স ফায়ার’ নামে এ দাবানলকে ‘ইতিহাসের বৃহত্তম দাবানল’ বলে আখ্যায়িত করেছেন কর্মকর্তারা।
দ্রুতগতিতে ছড়িয়ে পড়া আগুন সোমবার পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার একর জমি ও বনভূমি পুড়িয়ে ছাই করে দিয়েছে। দগ্ধ এলাকার আয়তন লস এঞ্জেলেসের প্রায় সমান।