সৌদি আরবে পবিত্র হজ আসছে ২০ আগস্ট। আর পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ২১ আগস্ট। শনিবার দেশটির সবোর্চ্চ আদালত জানিয়েছেন, ১২ আগস্ট (রোববার) হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন হচ্ছে ১১ আগস্ট (শনিবার)।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই দিনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এসব তথ্য জানিয়েছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ হচ্ছে বছরের শেষ বা ১২তম মাস। এই মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদ্যাপিত হয়। সেদিন থেকে তিন দিন ধরে কোরবানি দেয়া যায়।
বাংলাদেশে ২২ আগস্ট ঈদুল আজহা: বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২২ আগস্ট (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২২ আগস্ট (১০ জিলহজ) বুধবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রসঙ্গত, হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।
এবার ঈদে ২১, ২২ ও ২৩ আগস্ট সরকারি ছুটি থাকবে।