মেহেদী চৌধুরী, নিউজিল্যান্ড থেকে: বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অকল্যান্ডপ্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অকল্যান্ডের প্রাণকেন্দ্র কুইন স্ট্রিটের অ্যাটোয়া স্কয়ারে চত্বরে গত শনিবার (১১ আগস্ট) এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদ করাই ছিল এই মানববন্ধনের মূল লক্ষ্য। সকলের সার্বিক সহযোগিতায় দল মত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উপস্থাপনা করেন মেহেদী হাসান খান চৌধুরী।Eprothomalo
বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে অকল্যান্ডে মানববন্ধন
বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে অকল্যান্ডে মানববন্ধন
বক্তারা বলেন, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিল সেটা সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায্য। তারা যদি রাস্তায় না নামত, স্বাধীনতার ৪৭ বছর পরেও আমরা জানতে পারতাম না, আমাদের রাষ্ট্রের ঘুণে ধরা সড়ক ব্যবস্থাপনা সম্পর্কে। কোমলমতি ছাত্রছাত্রীরা চোখে আঙুল দিয়ে আমাদের পথ দেখিয়েছে। যেটা আমাদের পুলিশ বাহিনী, প্রশাসন ও সরকার পারেনি, কিশোর কিশোরীরা সেটাই করে দেখিয়েছে।
অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা হাতে লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে এবং বিভিন্ন স্লোগান, কবিতা আবৃত্তি ও গানে গানে কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর হামলায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা ও অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তির দাবি জানান।