logo
আপডেট : 14 August, 2018 00:50
শার্লটসভিল দিবসে বর্ণবাদবিরোধীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

শার্লটসভিল দিবসে বর্ণবাদবিরোধীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষের এক বছর পূর্ণ হয় শনিবার। এ উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে র‌্যালি-সমাবেশ করেন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা। তাদের বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ সমাবেশে করে বর্ণবাদবিরোধীরা।

শার্লটসভিলের সহিংসতার জন্য ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী আচরণকে দায়ী করা হয়। 

শনিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বর্ণবাদী আচরণ এবং সহিংসতার নিন্দা জানান। একই সঙ্গে সহিংসতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শার্লটসভিলে সহিংসতার এক বছর পূর্তিতে রাস্তায় নেমে আসেন ফ্যাসিবাদবিরোধী মার্কিনরা। এ সময় হিদার হেয়ারের স্মরণে নীরবতা পালন করেন তারা। নিরাপত্তাবাহিনীর সদস্যদের সামনেই শেতাঙ্গ জাতীয়তাবাদবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশ করেন বর্ণবাদবিরোধীরা।

একজন বলেন, ‘শার্লটসভিলের ঘটনাটি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গাতেই হতে পারত। ওই ঘটনাই প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র থেকে এখনও বর্ণবাদ বিলুপ্ত হয়নি। পুরো জাতির গায়ে শেতাঙ্গ জাতীয়তাবাদের ছাপ লেগে আছে। আমরা বিশ্বাস করি, এমন অবস্থার অবসান হওয়ার উচিত।’

এর আগে দিবসটি উপলক্ষে ভার্জিনিয়ার রাস্তায় অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে শনিবার অঙ্গরাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি কয়েকশ’ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।