logo
আপডেট : 16 August, 2018 02:25
তুরস্কে গৃহবন্দি থাকতে হবে মার্কিন যাজককে, আপিল খারিজ
মেইল রিপোর্ট

তুরস্কে গৃহবন্দি থাকতে হবে মার্কিন যাজককে, আপিল খারিজ

আমেরিকান যাজক অ্যান্ড্রু ব্র্যানসন গৃহবন্দি ও ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য করা আপিল আবেদন খারিজ করে দিয়ে উচ্চ আদালত।
 
বুধবার আজিয়ান প্রদেশের ইজমির হাইকোর্ট এ আবেদন খারিজ করে দেন।

সম্প্রতি, অ্যান্ড্রু ব্র্যানসনের শারিরীক অবস্থা খারাপ হওয়ায় আদালত জেল থেকে তাকে গৃহবন্দি রাখার অনুমতি দিয়েছিল।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সাহায্য করছেন। এই দলের নেতা ফেতুল্লাহ গুলেন- ব্যর্থ ওই অভ্যুত্থান চেষ্টার জন্য যাকে দায়ী করছে তুরস্ক।

মি. ব্রনসনের সঙ্গে দুইটি গ্রুপের যোগাযোগ রয়েছে, যাদের সন্ত্রাসী বলে মনে করে তুরস্ক। অপরাধ প্রমাণিত হলে তার ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।