মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার দেশটির ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার সেনাবাহিনীর ৩৩ ও ৯৯তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ওপর অবরোধের কথা বলেছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে রোহিঙ্গারা। প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রাখাইন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে রোহিঙ্গা নিধন শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী।
অভিযান ২৪ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় এবং ১৮ হাজার রোহিঙ্গা নারীকে ধর্ষণ করে মিয়ানমার সেনাবাহিনী।