অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নিসেলের বিয়েতে তার হাত ধরে নাচলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার বিয়ের শুরুতে অনেকগুলো ফুলের তোড়া নিয়ে বিয়েতে হাজির হন পুতিন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় ৫৩ বয়সী নিসেলের হাত ধরে নাচছেন রাশিয়ান প্রেসিডেন্ট।
জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের সঙ্গে সাক্ষাৎ করতে জার্মানি যাওয়ার পথে অস্ট্রিয়ার বিয়েতে যোগ দেন পুতিন।
দীর্ঘদিন ধরে ক্রিমিয়াসহ বিভিন্ন ইস্যুতে সম্পর্ক খারাপ যাচ্ছে রাশিয়ার। এ অবস্থায় অস্ট্রিয়ায় পুতিনের আমন্ত্রণ পাওয়াটা বিস্ময়কর ছিল অনেকের কাছে।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিসেলের সঙ্গে পুতিনের ব্যক্তিগত সুসম্পর্কের কোন খবর পাওয়া যায়নি। তবে দেশটির ক্ষমতাসীন উগ্রডানপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে রাশিয়ার।