logo
আপডেট : 19 August, 2018 19:21
গাজা সীমান্ত বন্ধ করে দিল ইসরাইল
মেইল রিপোর্ট

গাজা সীমান্ত বন্ধ করে দিল ইসরাইল

ইসরাইল গাজা ভূখন্ডে যাওয়ার একমাত্র সীমান্তপথটি বন্ধ করে দিয়েছে। সপ্তাহান্তে বিক্ষোভ ও সংঘর্ষের কারণে রোববার তারা এ পদক্ষেপ নিয়েছে। তবে মানবিক কার্যক্রমের জন্য সীমান্ত উন্মুক্ত থাকবে। 

এক ইসরাইলি কর্মকর্তা একথা জানিয়েছেন। 

মিশর ও জাতিসংঘ কর্মকর্তারা ইসরাইল ও হামাসের মধ্যে দীর্ঘদীনের একটি অস্ত্রবিরতির জন্য চেষ্টা চালাচ্ছেন। ঠিক এ সময়ে সীমান্ত বন্ধ করে দেয়া হল।

শুক্রবার সীমান্তে বিক্ষোভ ও সংঘর্ষ চলাকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুই ফিলিস্তিনী নিহত হয়।

ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনীরা কিছু সময়ের জন্য ইসরাইলী সীমান্তে ঢুকে পড়ে। এ সময় তারা সীমান্ত বেড়ায় আগুনবোমা ও দেশে তৈরি বোমা নিক্ষেপ করে।

কতদিন পর্যন্ত এই সীমান্ত পথটি বন্ধ থাকবে সে সম্পর্কে ইসরাইলী প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানায়নি।

গাজায় ফিলিস্তিনী কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক দপ্তর এই সীমান্ত বন্ধের সত্যতা নিশ্চিত করেছে।