আপডেট : 19 August, 2018 19:23
ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে আবারও ভূমিকম্প
মেইল রিপোর্ট
আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লম্বোক। এনিয়ে গেল ২০ দিনের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প হলো দ্বীপটিতে।
রোববারের ভূমিকম্প আঘাত হানে লম্বোক দ্বীপের পূর্বাংশে। মাত্রা ছিল ৬.৩। এতে বিভিন্নস্থানে ভূমিধস দেখা দেয়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে মানুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।
লম্বোকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছিল ৫ আগস্ট। ৬.৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ৪৬০ জন মানুষ। ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে ২৯ জুলাই।
রোববারের আগের দুটি ভূমিকম্পে প্রাণ হারিয়েছে মোট ৪৭৬ জন। গৃহহীন হয়েছে কয়েক লাখ দ্বীপবাসী।