logo
আপডেট : 19 August, 2018 19:30
কফি আনানের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক
মেইল ডেস্ক

কফি আনানের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

কফি আনান ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কৃষ্ণাঙ্গ মহাসচিব। গতকাল শনিবার ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই নোবেল জয়ী। অল্প কিছুদিন ধরে অসুস্থ হয়ে সুইজারল্যান্ডে ছিলেন তিনি। 
 
ঘানায় জন্মগ্রহণকারী আনান, ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে জাতিসংঘ প্রধানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জড়িত ছিলেন মিয়ানমারে রোহিঙ্গা নিধনসহ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান প্রক্রিয়ায়।
 
তার মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। বিভিন্ন বার্তায় শোক প্রকাশ করেছেন বিশ্বের বর্তমান ও সাবেক নেতারা। 
 
নানা আকুফো, ঘানার প্রেসিডেন্ট
‘ঘানা সরকার, ফার্স্ট লেডি রেবেকা ও আমি, সুইজারল্যান্ডের বার্ন শহরে আমাদের সেরা দেশপ্রেমিকদের একজন, কফি আনানের মৃত্যুর খবরে গভীরভাবে ব্যথিত।’

আকুফো জানান, আনানের সম্মানার্থে এক সপ্তাহ ধরে ঘানাজুড়ে সকল সরকারি কার্যালয় ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঘানার সকল কূটনৈতিক মিশনের পতাকা অর্ধনমিত রাখা হবে। 
 
থেরেসা মে, ব্রিটিশ প্রধানমন্ত্রী
‘কফি আনানের মৃত্যুর খবরে ব্যথিত। তিনি একজন মহান নেতা ও জাতিসংঘের সংস্কারক ছিলেন। তিনি জন্মের সময় পৃথিবীর অবস্থা যেমন ছিল, মৃত্যুর সময় তার চেয়ে ভালো একটি অবস্থায় রেখে গেছেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা ও সান্ত্বনা রইলো।’ 
 
ভ্লাদিমির পুতিন, রুশ প্রেসিডেন্ট
‘আমি আন্তরিকভাবে তার বিজ্ঞতা ও সাহসের প্রশংসা করি। সবচেয়ে দুরূহ ও সংকটময় পরিস্থিতিতে তথ্যাভিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার প্রশংসা করি। রুশদের হৃদয়ে তার স্মৃতি চিরকাল বেঁচে রইবে।’
 
অ্যাঙ্গেলা মার্কেল, জার্মান চ্যান্সেলর
‘কফি আনান কখনোই পৃথিবীর ভালোর জন্য কাজ করা বন্ধ করেননি। তিনি জানতেন কিভাবে মানুষকে কাজে লাগানো যায়। বিশেষ করে পুরো বিশ্বের তরুণদের জন্য তিনি একজন আদর্শ হয়ে ওঠেছিলেন।’
 
এমানুয়েল ম্যাক্রন, ফরাসি প্রেসিডেন্ট
‘কোন বিষয় সামলানোর প্রতি তার শান্ত ও দৃঢ় ভাব আমরা ভুলবো না। তার প্রতিশ্রুতির শক্তি সম্বন্ধেও ভুলবো না।’
 
বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট
‘কফি আনান এমন একজন কূটনৈতিক ও মানবতাবাদী ছিলেন, যার মতো করে খুব ব্যক্তিই জাতিসংঘের অভিযান পরিচালনা করতে পেরেছেন। তার একাগ্রতা, অধ্যবসায়, আশাবাদ ও আমাদের অভিন্ন মানবতার বোধ সকল দেশে প্রসারিত হয়েছে। 
 
জন-ক্লড জাংকার, ইউরোপীয় কমিশন প্রধান
‘আজ, পৃথিবী একজন মহান নেতা ও মানবতাবাদীর মৃত্যুতে শোক প্রকাশ করছে, কিন্তু সাহস, সমানুভূতি ও অসাধারণ জনসেবায় ভরা একটি জীবন উদযাপন করছে। তিনি তার জীবন বিশ্বকে একটি শান্তিময় ও সংহতিপূর্ণ জায়গায় পরিণত করতে উৎসর্গ করেছিলেন।’ 
‘তিনি বিশ্বজুড়ে দুর্ভোগ ও অন্যায়ের অবসান ঘটাতে লড়েছেন ও যেখানে সেতু ধবংস হয়ে গেছে, সেখানে তা পুনরায় নির্মাণ করতে সাহায্য করেছেন।’
 
জেন্স স্টল্টেনবার্গ, ন্যাটো মহাসচিব
‘জাতিসংঘ ও বিশ্ব তাদের শক্তিশালী ব্যক্তিদের একজনকে হারালো।’
 
মার্গট ওয়ালস্টর্ম, সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী
‘কফি আনানের মৃত্যুর খবর শুনে বেদনাসিক্ত। তিনি জাতিসংঘের সেরাটা ধারণ করেছিলেন। পাশাপাশি বিশ্বের কঠিনতম কিছু প্রতিবন্ধকতা সামলেছিলেন। একজন অসাধারণ শ্রোতা ছিলেন ও এমন একজন ছিলেন, যার কথা সবাই শুনতে চাইতো।’
 
জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
‘বিশ্ব আজ একজন মহান মানবতাবাদী, নেতা ও আত্ম-স্বীকৃত একগুঁয়ে আশাবাদী মানুষ হারালো। শান্তিতে থাকবেন, কফি আনান।’
 
নরেন্দ্র মোদি, ভারতীয় প্রধানমন্ত্রী
‘নোবেলজয়ী ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে আমরা আমাদের গভীর শোক প্রকাশ করছি। বিশ্ব কেবল একজন মহান আফ্রিকান কূটনীতিক ও মানবতাবাদীই হারায়নি, পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার একজন সচেতন রক্ষকও হারিয়েছে।’
 
জেরেমি করবিন, বিরোধীদলীয় ব্রিটিশ নেতা
‘কফি আনান বিশ্বকে আরো একটু ভালো ও শান্তিপূর্ণ করে তোলার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সংঘাতের সমাধান ও মানবাধিকারের প্রতি সমর্থনে তার প্রচেষ্টা মনে থাকবে। তিনি একটি শান্তিপূর্ণ রাস্তা সন্ধান করেছিলেন, যেখানে অন্যরা যুদ্ধ খুঁজছিল। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা ও চিন্তা রইলো।’ 
 
মোহাম্মদ বুহারি, নাইজেরিয়ান প্রেসিডেন্ট
‘মানবতার জন্য আনানের নম্রতা, মহত্ব ও ভালোবাসা তাকে বৈশ্বিক খ্যাতি, স্বীকৃতি এনে দিয়েছিল। আর জাতিসংঘের আমলাতন্ত্রের সংস্কার এবং বিশ্বে শান্তি আনার জন্য একাধিক পদক্ষেপ তাকে এনে দিয়েছিল প্রশংসা। 
 

জাভাদ জারিফ, ইরানী পররাষ্ট্রমন্ত্রী
‘কফি আনানের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত। একজন মহান বিশ্ব নেতা এবং শান্তি, ন্যায় ও আইনের শাসনের অদম্য চ্যাম্পিয়ন। শান্তিতে থাকবেন প্রিয় বন্ধু।’

শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী
‘কফি আনান ছিলেন সারা বিশ্বের। জীবনভর তিনি শান্তির জন্য কাজ করে গেছেন।’ তিনি আরো বলেন, ‘যেখানেই সমস্যার খোঁজ পেতেন সেখানেই পৌঁছে যেতেন তিনি। গভীর সমবেদনায় জয় করেছেন হাজারো মানুষের জীবন। অকৃত্রিম ভালবাসা নিয়ে কাজ করে গেছেন অন্যের জন্য।’