এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের রোববার ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশের যুব ফুটবলাররা।
রোববার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে কাতারকে ১-০ গোলে পরাজিত করে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে চলে যায় বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ কখনও এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে খেলতে পারেনি। এবার সেই না পারার আক্ষেপ ঘোচালো বাংলাদেশ।
গত বছর কাতারকে ২-০ গোলে হারিয়েছিল বাংলার যুবারা। ১৯৭৯ সালে জাতীয় দলের একটি গোলশূন্য ড্রয়েরও রেকর্ড রয়েছে।
উল্লেখ্য, এশিয়ান গেমসের চলমান আসরে বাংলাদেশ আগের ম্যাচে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল পরাশক্তির দল থাইল্যান্ডকে রুখে দেওয়ার পর এবার আরেক শক্তিশালী দল কাতারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।