আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঈদুল আযহাকে ঘিরে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।
সোমবার থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
এদিকে এদিন তালেবান সদস্যরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের নেতা ঈদুল আযহাকে ঘিরে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছেন। তাদের প্রধান নেতা শেখ হাইবাতুল্লাহ আখুনজাদা ঈদের জন্য চারদিনের যুদ্ধবিরতির জন্য সম্মতি দিয়েছেন।
প্রসঙ্গত, যুদ্ধবিরতির এ ঘোষণার আগের দিন দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ ফারইয়াবে তালেবান বাহিনীর সঙ্গে সরকারের সংঘর্ষ হয়। এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তালেবান সদস্যরা ফারইয়াব প্রদেশের বুলচেরাগ জেলার বেশ কিছু অঞ্চলে দখল নেয়। এছাড়া এ ঘটনায় ৫০ জনেরও বেশি সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য নিখোঁজ হন।
উল্লেখ্য, এর আগে ঈদুল-ফিতর উপলক্ষে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিলো দেশটির সরকার।