logo
আপডেট : 20 August, 2018 18:45
ইরাক ছাড়ছে না মার্কিন সেনারা
মেইল রিপোর্ট

ইরাক ছাড়ছে না মার্কিন সেনারা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের মুখপাত্র কর্নেল সিন রায়ান জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততোদিন ইরাকে মার্কিন সেনারা থাকবে।

রোববার আবু ধাবিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যতদিন আমরা প্রয়োজন মনে করছি ততোদিন আমরা সেনা রাখব। এর প্রধান কারণ হচ্ছে, আইএসআইএসের (ইসলামিক স্টেট) পরাজয়ের সামরিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায়ের চেষ্টা এবং তার জন্য আমাদের এখনো সেখানে থাকা প্রয়োজন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০০৩ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে ইরাকে সামরিক আগ্রাসন চালায়। সাদ্দামের পতনের পর ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। সন্ত্রাসী গোষ্ঠী আইএস ইরাকে সহিংসতা শুরু করলে ২০১৪ সালে আবারও সেখানে সেনা পাঠান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।