logo
আপডেট : 20 August, 2018 18:51
বাল্যবিয়ে বিরোধী প্রচারণায় ইউনিসেফের দুই পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী
ঢাকা অফিস

বাল্যবিয়ে বিরোধী প্রচারণায় ইউনিসেফের দুই পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

সরকারের বাল্যবিয়েবিরোধী প্রচারণার স্বীকৃতি হিসেবে ইউনিসেফের কাছ থেকে দুটি পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার দুটি হলো- দি একোলেড গ্লোবাল ফিল্ম কমপিটিশন ২০১৭ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এবং দি একোলেড উইনার অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স অ্যান্ড চাইল্ড ম্যারেজ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে শেখ হাসিনার কাছে পুরস্কার দুটি হস্তান্তর করেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, কোনো কর্মচারীর পদোন্নতির বেলায় লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। মেধা ও যোগ্যতার মাপকাঠিতে তার পদোন্নতি হবে। তবে কর্তৃপক্ষ চাইলে বিধি জারি করে পরীক্ষা নিতে পারবে।

তিনি আরো জানান, চাকরিরত অবস্থায় কোনো কর্মচারী অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। অবসরে গেলে সরকারি কর্মচারী আইনসম্মত যেকোনো পেশা বা কর্মে নিয়োজিত থাকতে পারবেন।