logo
আপডেট : 20 August, 2018 18:54
ঈদে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা
ঢাকা অফিস

ঈদে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) স্টেশনগুলো ঈদের আগে ও পরের চারদিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সংকটের কারণে কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে।

বর্তমানে দৈনিক প্রায় ২৭০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়। তবে ধারণা করা হয় এর চাহিদা রয়েছে প্রায় ৪ হাজারের কাছাকাছি। একই সময়ে দেশের গ্যাস মজুত কমে যাওয়ায় কমে যাচ্ছে উৎপাদনের পরিমাণও। যে কারণে এলএনজি আমদানি শুরু করেছে সরকার।