মুসলমানদের পরস্পরের ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করতে হবে। একে অপরের কল্যাণকামী হতে হবে। কারণ এক মুমিন আরেক মুমিনের ভাই। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা উপস্থিত হাজী ও বিশ্ববাসীর উদ্দেশ্যে দেয়া খুতবায় মসজিদে নববির সিনিয়র ইমাম ও খতিব মদিনা কোর্টের বিচারপতি শায়খ ড. হুসাইন আশ শায়খ এ কথা বলেন।
সৌদি পরিসংখ্যান সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর হজে অংশগ্রহণ করেছেন সর্বমোট ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ১৩ লাখ ২৭ হাজার ১২৭ জন পুরুষ এবং ১০ লাখ ৪৪ হাজার ৫৪৮ জন নারী।
সৌদি আরব থেকে অংশ নেন ৬ লাখ ১২ হাজার ৯৫৩ জন, ইরান থেকে ৮৬ হাজার এবং কাতার থেকে ৫০০ জন।
এর আগে গত রোববার স্থানীয় গণমাধ্যমকে মক্কার গর্ভণর প্রিন্স খালেদ জানান, হজের নকল অনুমতি পত্র সরবরাহের জন্য ১৬০ হজ এজেন্ট, অবৈধ হজযাত্রী বহনে ২ লাখ ৩১ হাজার ৯১১টি পরিবহনকে জরিমানা এবং ৫ লাখ ৪৫ হাজার ৯০৭ জন অবৈধ হজযাত্রীকে আটক করা হয়েছিল।