logo
আপডেট : 22 August, 2018 15:31
ভারতে শিশু ধর্ষণে প্রথমবারের মতো ধর্ষকের মৃত্যুদণ্ড
মেইল রিপোর্ট

ভারতে শিশু ধর্ষণে প্রথমবারের মতো ধর্ষকের মৃত্যুদণ্ড

ভারতের একটি আদালত আজ মঙ্গলবার আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

ধর্ষণের ঘটনায় ভারতে মৃত্যুদণ্ডের রায় এটাই প্রথম। দেশটিতে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সম্প্রতি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনটি সংশোধন করা হয়। 

দুই মাস আগে মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার শিশুটি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আদালতে এ রায় ঘোষণার সময় উপস্থিত রায়কে স্বাগত জানিয়ে 'শিশু ধর্ষদের ফাঁসি চাই' বলে শ্লোগান দিতে থাকে।

আদালত সূত্রে জানা যায়, মেয়েটি স্কুল শেষে তার বাবার জন্য অপেক্ষা করছিল। এসময় দুই যুবক এসে তাকে তুলে নিয়ে যায়। গ্রামের একটি নির্জনস্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর মাথা ও পায়ে আঘাত করে মৃত ভেবে পালিয়ে যায়।

পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্ত করে। এখনো তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই যুবকের মদ্যে একজনের বয়স ২০ এবং অপর যুবকের ২৪ বছর বয়স।