logo
আপডেট : 23 August, 2018 16:25
নিষেধাজ্ঞার মধ্যেও যুক্তরাষ্ট্রকে রকেট ইঞ্জিন সরবরাহ করবে রাশিয়া
মেইল রিপোর্ট

নিষেধাজ্ঞার মধ্যেও যুক্তরাষ্ট্রকে রকেট ইঞ্জিন সরবরাহ করবে রাশিয়া

যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিলেও আরডি রকেট ইঞ্জিন সরবরাহের ঘোষণা দিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো অবরোধ দিলেও যুক্তরাষ্ট্রকে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধের কোনো পরিকল্পনা নেই। খবর রিয়া নিউজ এজেন্সির।

এদিকে রাশিয়ার এক আইনপ্রণেতা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা জারি করে তাহলে এ মাসের শুরতে সীমিত করে সরবরাহ করা হবে আরডি ১৮০ রকেট ইঞ্জিন।

রিয়াবকভ আরও বলেছেন, কোনো নিষেধাজ্ঞার অংশ হিসাবে মস্কো তার বিমান শিল্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে টাইটেনিয়াম রপ্তানি থামাতে হবে না।