দক্ষিণ পূর্ব ইয়েমেনে সৌদি আরবের একটি সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে স্থানীয় অধিবাসীরা।
যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সৌদি তহবিলের অনেকগুলো স্থাপনার মধ্যে এটি ছিল অন্যতম। স্থাপনা নির্মাণে সৌদি আরবের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তারা সেটি বন্ধ করে দেন।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে সৌদি আরবকে সহায়তা করতে সৌদি-ইয়েমেন সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ একটি দল কাজ করছে।
যুক্তরাষ্ট্রের ওই বাহিনীটি ইয়েমেনের ভেতরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ শনাক্ত ও ধ্বংস করতে রিয়াদকে সহায়তা করছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে ধ্বংসস্তূপে পরিণত করতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সহায়তা নিচ্ছে সৌদি আরব।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ইয়েমেন সৌদি বিমান হামলায় বহু নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। যে কারণে দেশটিতে সৌদির ভাবমূতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নিজেদের নষ্ট হয়ে যাওয়া ভাবমূতি বাড়াতে ইয়েমেন বেশ কিছু স্থাপনা নির্মাণ শুরু করেছে সৌদি।