logo
আপডেট : 25 August, 2018 19:23
সিরিয়ায় ভয়াবহ হামলার হুমকি যুক্তরাষ্ট্রের
মেইল রিপোর্ট

সিরিয়ায় ভয়াবহ হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

জন বোল্টন (ডানে) এবং নিকোলাই পাত্রুশেভ

সিরিয়ায় আবারো সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ হুমকি দিয়েছেন বলে শনিবার জানিয়েছে ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট।

খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ওই বৈঠকে তিনি সিরিয়ার হামলার হুমকি দেন।

বোল্টন বলেন, সিরিয়ায় ইতিপূর্বে যেসব হামলা করা হয়েছে তার চেয়ে আরও বড় আকারে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।

খবরে সত্যতার জন্য ব্লুমবার্গ চারটি সূত্রের বরাত দিয়েছেন। তবে কেউই নাম প্রকাশ করতে চাননি। বোল্টন ও পাত্রুশেভের বৈঠকের বিষয়বস্তু গোপন ছিল এবং জনসমক্ষে প্রকাশ করা হয়নি।