ইউরোপে গ্যাস রফতানিতে রাশিয়াকে সাহায্য অব্যাহত রাখবে জার্মানি। নর্ড স্ট্রিম টু নামে এধরনের একটি প্রকল্প বন্ধে মার্কিন চাপ সত্ত্বেও জার্মানি বলছে এটি একেবারেই বাণিজ্যিক প্রকল্প।প্রকল্প অনুযায়ী বাল্টিক সাগরের নিচ দিয়ে পাইপ লাইনে রুশ গ্যাস যাবে ইউরোপে।
শুক্রবার জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল জর্জিয়ার রাজধানী তিবলিসিতে এক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সমাবেশে তেল-গ্যাস খাতে রাশিয়াকে তার দেশের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন।
ককাসাস ভ্রমণের দ্বিতীয় দিনে মেরকেল বলেন, জার্মানির নিরাপত্তার জন্যে শুধু নয়, কার্বনডাই অক্সাইড হ্রাসে কয়লার ব্যবহার কমিয়ে গ্যাস ব্যবহার বৃদ্ধির জন্যেও এধরনের প্রকল্প বাস্তবায়ন জরুরি। বেলারুশ, ইউক্রেন, পোলান্ড হয়ে নর্ড স্ট্রিম প্রকল্প বাস্তবায়নে জার্মানি অব্যাহতভাবে সাহায্য দিয়ে যাবে।
এদিকে ইউরোপে যুক্তরাষ্ট্র এলএনজি রফতানি বৃদ্ধি করার জন্যেই রাশিয়ার গ্যাস যাতে ইউরোপে রফতানি না হতে পারে এ জন্য চাপ দিয়ে আসছে।
কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় থেকেই ইউরোপের সঙ্গে রাশিয়ার তেল-গ্যাস জালানি খাতে শক্তিশালী সম্পর্ক বিরাজ করছে।