রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার তুরস্কের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। আংকারার এ পদক্ষেপকে আমেরিকা হতাশাজনক বলে মনে করে।
পেন্টাগনে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এই উদ্বেগের কথা জানান।
ম্যাটিস বলেন, রাশিয়া থেকে যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক তাতে আমেরিকা উদ্বিগ্ন। আংকারার এ পদক্ষেপে আমেরিকা হতাশ। ওয়াশিংটন তুরস্কের এ পদক্ষেপকে ভালো চোখে দেখছে না।
তিনি বলেন, তুরস্ক একটি স্বাধীন দেশ এবং স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে। তবে তুরস্ক যেহেতু ন্যাটো সদস্য, সে কারণে তারা রুশ ক্ষেপণাস্ত্র কিনতে পারে না। আমরা এ ব্যবস্থাকে ন্যাটোর সঙ্গে সমন্বয় করতে পারব না। তিনি সাংবাদিকদের আরও বলেন, তুর্কি সরকারের এ পদক্ষেপ আমাদেরকে উদ্বিগ্ন করেছে এবং আমরা এমন পদক্ষেপের পক্ষে নই।
গত কয়েক মাস ধরে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে আমেরিকার টানাপড়েন চলছে। মার্কিন চাপের মুখে তুর্কি সরকার বলেছে, তারা যেকোনো মূল্যে রাশিয়া থেকে এস-৪০০ কিনবে এবং প্রয়োজন হলে তা ব্যবহারও করবে।