কয়েকটি দেশের অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘মার্চে কয়েকটি দেশের স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্কারোপ করেন ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার স্টিল এবং আর্জেন্টিনার অ্যালুমিনিয়ামের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করার ঘোষণা পত্রে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট।
বিবৃতিতে আরো বলা হয়, কোম্পানিগুলো আবেদন করেছিল অপর্যাপ্ত এবং গুণমানহীন স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য উৎপাদনে প্রভাব ফেলেছে। এক্ষেত্রে কিছু দেশকে কোটা প্রধান করা হয়েছে এবং কোন শুল্ক ধার্য করা হয়নি।
১ জুন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সুরক্ষার কথা বলে ইউরোপিয় ইউনিয়ন, কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিকৃত স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ২৫ এবং ১০ ভাগ শুল্কারোপ করেন ট্রাম্প।