সিরিয়ায় অবস্থিত ইরানের সামরিক অবস্থানে ফের হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। সিরিয়ার সামরিক বাহিনীর সাথে নিরাপত্তা বিষয়ে ইরান একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তিতে সম্মত হওয়ার পর ইসরায়েল এ হুঁশিয়ারি দিল।
সিরিয়া-ইরান সামরিক চুক্তিতে ইসরায়েল ভীত নয় বলে জানিয়েছে ‘এক্সপ্রেস ট্রিবিউন’।
বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘কোন হুমকি আমাদের ভীত করবে না। দামেস্ককে অস্ত্র সহযোগিতায় ইরানের গৃহীত পদক্ষেপ সমূহের বিরুদ্ধে ব্যবস্থা স্বরুপ সিরিয়ায় অবস্থিত দেশটির সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে।’
যদিও এর আগেও বেশ কয়েকবার সিরিয়ায় অবস্থিত ইরানি ঘাঁটিগুলোতে ইসরায়েল বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
উল্লেখ্য, সিরিয়াকে সহযোগিতায় দেশটিতে ইরানের সমরিক উপদেষ্টারা অবস্থান করবে বলে মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে জানানো হয়। সিরিয়ার অখ-তা ও সার্বভৌমত্ব রক্ষায় দামেস্ক ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও ইরানের সামরিক বাহিনী দাবি করছে।