বুলগেরিয়ার সোফিয়া প্রদেশের স্ভোগ শহরে গত শনিবার একটি বাস উল্টে হতাহতের ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির তিনজন মন্ত্রী।
পদত্যাগকৃতরা হলেন- পরিবহনমন্ত্রী ইভ্যাইলো মস্কোভস্কি, আঞ্চলিক পরিকল্পনামন্ত্রী নিকোল্যায় ন্যানকোভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেনটিন র্যাদেভ। অবশ্য, দেশটির প্রধানমন্ত্রী বোয়কো বোরিসোভ তাদের পদত্যাগের দাবি জানান।
মন্ত্রীসভায় এক ব্রিফিংয়ে নিকোল্যায় ন্যানকোভ একথা জানান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম নোভিনাইট ডট কম।
স্বরাষ্ট্রমন্ত্রী র্যাদেভ বলেন, এভাবেই আমরা সোফিয়া প্রদেশের স্ভোগের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার রাজনৈতিক দায় বহন করছি।
এই ঘটনায় ১৭ জন নিহত এবং ১২ জন আহত হন। আহতরা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। বাসচালক গ্রিগোর গ্রিগোরোভকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
এদিকে এই ঘটনায় দেশটির বিরোধী দল সরকারের পদত্যাগ দাবি করেছে। বিরোধী দলের অভিযোগ, গত শনিবারের দুর্ঘটনা পরিবহন খাতে সরকারের দুর্নীতিরই ফলাফল মাত্র।
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আগাম নির্বাচনের দাবি নিয়ে রাজনৈতিক উত্তেজনা কমাতে তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে সড়ক দুর্ঘটনার মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে সাম্প্রতিক বছরগুলোতে। গত বছর সড়ক দুর্ঘটনার ৬৪৮ জন মানুষের মৃত্যু হয়।