চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে মুসলিম অধিবাসীদের বন্দি করে রাখায় চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ডাক দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
বুধবার এক চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের প্রতি এ আহ্বান জানান তারা। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বানে মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনা জানিয়েছে চীন।
জিনজিয়াংয়ে ১০ লাখ উইঘুর মুসলিমকে একটি গোপন ক্যাম্পে আটক করে রাখা হয়েছে বলে জানায় জাতিসংঘ। চীন নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে জাতিসংঘের দু’দিনব্যাপী এক বৈঠকে এ কথা জানান জাতিসংঘের জাতিগত বৈষম্য নির্মূল কমিটির একজন সদস্য গে মকডোগাল।
তবে জাতিসংঘের এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। এরই প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং বাণিজ্যমন্ত্রী স্টিভ মেনুচিনের কাছে পেশ করা এক চিঠিতে চীনা কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞার আহ্বান জানান রিপাবলিকান ও ডেমোক্রেট দলের বেশ কয়েক আইনপ্রণেতা।