মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও বাণিজ্য সহায়তা বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন চীন এবং জাপানের অর্থমন্ত্রীরা। শুক্রবার মন্ত্রীদ্বয় চীনের রাজধানী বেইজিং এ একটি বৈঠক শেষে এই ব্যাপারে একমত হন।
জাপানের অর্থমন্ত্রী তারো আসো এবং চীনা অর্থমন্ত্রী লিউ কুন আরো নিশ্চিত করেছেনএই দুই দেশ নিজেদের মধ্যে পারষ্পরিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করবে। বৈঠক শেষে দুই মন্ত্রী জানান দুই দেশের অর্থনীতিই বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করছে।
চীন এবং জাপানের ৭ম এই অর্থনৈতিক বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে আরো জানানো হয় টোকিও এবং বেইজিং বৃহদাকৃতির অর্থনৈতিক নীতি প্রস্তুত, দারিদ্র বিমোচন, আঞ্চলিক অর্থনৈতিক শক্তি বৃদ্ধি এবং টেকসই অর্থনীতি বিনির্মাণে একযোগে কাজ করবে। এছাড়াও আগামী অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের চীন সফরের সময়ে দুই দেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করা হয়।
২০১২ সালে শিনজো আবের সরকার দায়িত্ব গ্রহণের পর এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়ন ঘটতে থাকে। চলতি বছরের মে মাসে এই দুই দেশ পারস্পরিক মুদ্রা বদলের ব্যপারে একটি চুক্তিতে উপণিত হয়। এছাড়াও চীন জাপানে ২৯০০ কোটি ডলার বিনিয়োগে প্রতিশ্রুতি দিয়েছে।