সিরিয়ায় হামলা চালানোর জন্য দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
উগ্র সন্ত্রাসী-অধ্যুষিত ইদলিব প্রদেশ সিরিয়ার সরকারি সেনাদের অভিযানের আগমুহূর্তে এ খবর বের হলো। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন।
শুক্রবার ওই খবরে বলা হয়েছে, দেশের গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞরা সিরিয়ায় হামলার লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছেন তবে হামলা চালানোর বিষয়টি এখনো চূড়ান্ত করেননি।
একজন কর্মকর্তা বলেন, সিরিয়ার সরকার রাসায়নিক গ্যাস হামলা চালালে মার্কিন সেনারা যাতে দ্রুত জবাব দিতে পারে সে জন্য প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই তালিকা অনুযায়ী হামলা শুরু হবে।