আপডেট : 2 September, 2018 02:49
বাশারের প্রাসাদের কাছেই কারাগার
মেইল রিপোর্ট
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদের কাছেই একটি গোপন কারাগার এবং রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগার রয়েছে বলে দেশটির একটি সংবাদ মাধ্যম দাবি করেছে।
বৃহস্পতিবার আসাদ সরকারের সমালোচক সংবাদমাধ্যম জামান আল ওয়াসলের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, তাহুন নামে গোপন কারাগারটি মাটির ২০ মিটার নিচে। ২০০২ সালের শেষের দিকে এর অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়।
মূলত প্রেসিডেনসিয়াল এলিট গার্ডের সন্দেহজনক কর্মীদের আটক রাখার জন্য এ কারাগারটি গড়ে তোলা হয়েছে। এতে রয়েছে ৪০টির মতো সেল। এছাড়া একক বন্দির জন্য আলাদা সেলও রয়েছে। স্থাপনাটিতে আলাদা একটি টানেল আছে, যেখানে রাসায়নিক অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করে রাখা হয়।