ভারতের গুজরাট রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্যটি নির্মিত হচ্ছে।'স্ট্যাচু অব ইউনিটি' নামের এই ভাস্কর্যের উচ্চতা ১৮২ মিটার বা ৬০০ ফুট।এর নির্মাণ কাজ শেষের দিকে বলে জানা গেছে।
ভাস্কর্যটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সরদার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মাণ করা হচ্ছে।
সরদার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্য নির্মাণের জন্য ভারত সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩০ বিলিয়ন ভারতীয় রুপি বা ৪৩০ মিলিয়ন ডলার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রহে এই ভাস্কর্য নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৩১ অক্টোবর ভাস্কর্যটি উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, বর্তমানে চীনের একটি বৌদ্ধমূর্তি বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য। এর উচ্চতা ১২৮ মিটার।