আপডেট : 7 September, 2018 19:58
ভারতকে বন্দরের দায়িত্ব দিচ্ছে ইরান
মেইল রিপোর্ট
চাবাহার বন্দর।
ইরানের চাবাহার বন্দর দেখাশোনার দায়িত্ব পাচ্ছে ভারত। ভারত সফররত ইরানের সড়ক ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী আব্বাস আখুন্দি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
একটি সম্মেলনে অংশ নিতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
আব্বাস আখুন্দি বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানকে চাবাহার বন্দর হস্তান্তর করতে প্রস্তুত।’
পাকিস্তানকে এড়িয়ে ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি কৌশলগত পরিবহন রুট তৈরি করা চাবাহার বন্দর গত বছরের শেষ দিকে উদ্বোধন করা হয়। এ টি ওমান উপসাগরের উপকূলে অবস্থিত।
বন্দরটি যৌথভাবে উন্নয়নের জন্য ২০১৬ সালে ইরান, ভারত ও আফগানিস্তান একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করে।