logo
আপডেট : 8 September, 2018 11:38
মুসলিমদের জন্য আড়াই লাখ ডলার বরাদ্দ নিউইয়র্ক কাউন্সিলের
নিজস্ব প্রতিবেদক

মুসলিমদের জন্য আড়াই লাখ ডলার বরাদ্দ নিউইয়র্ক কাউন্সিলের

নিউইয়র্ক সিটির স্পিকার কোরি জনসন ও সিটি কাউন্সিলর আই ডেনেক মিলার এ বরাদ্দ ঘোষণা করেন

নিউইয়র্ক সিটির স্পিকার কোরি জনসন এবং সিটি কাউন্সিলর আই ডেনেক মিলার মুসলমানদের সার্বিক সহযোগিতা ও উন্নয়নে খরচ করার জন্য ২ লাখ ৫শ’ ডলার বরাদ্দ দিয়েছেন। 

নিউইয়র্ক অভিবাসন কোয়ালিশনের সহযোগিতায় এ ঘোষণাটি দেওয়া হয়। অনুদান বিষয়ক ঘোষণার সময় আমেরিকা-নিউইয়র্কের ইসলামিক সার্কেল মহাসচিব মোহাম্মদ রহমান উপস্থিত ছিলেন। আগামী ২০১৯ অর্থবছরে অনুদানগুলো খরচ করা হবে।

টাইমস লেজারের বুধবারের (৫ সেপ্টেম্বর) রিপোর্ট অনুযায়ী সিটি কাউন্সিলর আই ডেনেক মিলার বলেন, ‘নিউইয়র্ক স্টেটের একমাত্র নির্বাচিত মুসলিম প্রতিনিধি হিসেবে এ সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। নিজের সমাজকে সহযোগিতা-সমর্থন করে এবং বড় পরিসরে তাদের সেবা করতে পেরে আমি সম্মানবোধ করছি।’

সিটি কাউন্সিলর ডেনেক মিলার এবং কাউন্সিলের স্পিকার কোরি জনসন (ডি-ম্যানহাটান) কর্তৃক প্রদত্ত ঘোষণাটি উত্তর আমেরিকার জ্যামাইকা ইসলামিক সার্কেলে দেওয়া হয়েছে।

ডেনিক মিলার আরও বলেন, এই তহবিল নগরীর ১৪ সংস্থার মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীকে সার্বিকভাবে উপকৃত করবে।

মিলার এবং জনসন অভিবাসন জোটের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমেরিকান মুসলিমদের পক্ষে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। 

আমেরিকায় ২০১৬ সালের পর ইসলামোফোবিয়া আগের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে বলে একটি গবেষণায় বলা হয়েছে। ২০১৭ সালে পিউ গবেষণার এক রিপোর্টে বলা হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ ১১/১ যুক্তরাষ্ট্র হামলার পর থেকে অধিক হারে বেড়ে চলেছে।