logo
আপডেট : 8 September, 2018 11:45
ট্রাম্পের সাবেক উপদেষ্টা পাপদোপলসের ১৪ দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক

ট্রাম্পের সাবেক উপদেষ্টা পাপদোপলসের ১৪ দিনের কারাদণ্ড

স্ত্রী সিমুনাকে নিয়ে আদালতে আসেন জর্জ পাপদোপলস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা (নির্বাচনী প্রচারণা সহযোগী) জর্জ পাপদোপলসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট। 

২০১২ সালের নির্বাচনী প্রচারাভিযানের সময় রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ায় শুক্রবার (০৭ সেপ্টেম্বর) তাকে এ কারাদণ্ড দেয়া হলো। এর প্রায় এক বছর আগে তাকে গ্রেফতার করা হয়। 

রায় অনুযায়ী, তাকে প্রায় এক বছর নজরবন্দি রাখা হবে এবং তাকে ২০০ ঘণ্টা বিভিন্ন কমিউনিটি সার্ভিস দিতে হবে। তাকে জরিমানাও গুণতে হচ্ছে সাড়ে নয় হাজার মার্কিন ডলার।