সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট কর্তৃক ইয়েমেন হামলার বিচার দাবি করেছে জাতিসংঘ।
ইয়েমেনের বেসামরিক জনগোষ্ঠীর ওপর নির্বিচারে বিমান হামলা চালানোর প্রেক্ষিতে এ দাবি জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন প্রধান মাইকেল বাচেলেট এ বিচারের আহ্বান জানিয়েছেন।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ দেয়া সোমবার প্রথম ভাষণে এ আহ্বান জানান তিনি।
এ সময়ে গত মাসে ইয়েমেনের সা'দ প্রদেশে স্কুলবাসে সৌদি বিমান হামলার কথা তুলে ধরেন চিলির সাবেক প্রেসিডেন্ট বাচেলেট। সৌদি হামলায় ইয়েমেনের অর্ধশতাধিক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছিল।
পাশাপাশি ইয়েমেনের যুদ্ধে স্বচ্ছ নীতি গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান তিনি।
২০১৫ সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে একতরফা সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি আরব।