logo
আপডেট : 11 September, 2018 01:06
আসাদ সরকারের তিনটি চ্যানেল বন্ধ করলো ইউটিউব
মেইল রিপোর্ট

আসাদ সরকারের তিনটি চ্যানেল বন্ধ করলো ইউটিউব

ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম ইউটিউব সিরিয়া সরকারের অন্তত তিনটি চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। 

ওই তিনটি অ্যাকাউন্ট মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং বিজ্ঞাপন থেকে আয় করছে এমন অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।  

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়া প্রেসিডেন্টের চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট।

সোমবার ওই তিনটি অ্যাকাউন্টে ঢোকার পর ‘আইনি অভিযোগের কারণে এই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে’ এমন বার্তা ভেসে উঠেছে।

দামেস্কভিত্তিক সানা টিভি চ্যানেলও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইউটিউব। ইউটিউবে ওই চ্যানেলটি খোঁজা হলে, ‘এই পেজ এখন নেই। এজন্য দুঃখিত। অন্য কিছু খোঁজার চেষ্টা করুন’ এমন বার্তা দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই তিনটি চ্যানেল বিজ্ঞাপন থেকে আয় করছে অনলাইন নিউজ পোর্টাল টোমোনিউজ এমন খবর প্রকাশের পর ইউটিউব এই পদক্ষেপ নিলো।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটির অর্থ মন্ত্রণালয়ের লাইসেন্স ছাড়া কোনও মার্কিন কোম্পানি সিরিয়ায় সেবা প্রদান করতে পারবে না।

সিরিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।