logo
আপডেট : 12 September, 2018 19:41
ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনিরা
মেইল রিপোর্ট

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নতুন করে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ফিলিস্তিনিরা।

সম্প্রতি ফিলিস্তিনি বেদুইনদের একটি গ্রাম ধ্বংস করে দেয়ার যে নির্দেশ ইসরাইলি আদালত দিয়েছেন, তা তদন্তের আহ্বান জানানো হয়েছে নতুন ওই অভিযোগে। খবর ডেইলি সাবাহ।

এর আগে ২০১৪ সালে গাজায় যে অসম যুদ্ধ চালায় ইসরাইল তা তদন্তের আহ্বান জানানোর পর ২০১৫ সালে প্রাথমিক তদন্ত শুরু করেছে আইসিসি। বেদুইন ইস্যুতে নতুন করে অভিযোগ দেয়ার আগেই ক্ষেপে গেছে ইসরাইলের মিত্র ট্রাম্প প্রশাসন।

সোমবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এক ভাষণে বলেছেন, আইসিসি যদি যুক্তরাষ্ট্র ও তার কোনো মিত্রের বিরুদ্ধে তদন্ত করে তাহলে সংস্থাটিকে দেয়া ফান্ড বন্ধের পাশাপাশি প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সেইসঙ্গে ফিলিস্তিন যদি ইসরাইলের সঙ্গে আলোচনায় না বসে তাহলে ওয়াশিংটনে থাকা দেশটির কূটনৈতিক অফিস বন্ধ করে দেয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর মার্কিন মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে যে কোনো আলোচনা বর্জন করে ফিলিস্তিনিরা।